বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন আরজি কর কাণ্ডে নিহত মহিলা ডাক্তার অভয়ার বাবা-মা। বেলা ১২টা নাগাদ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের গাড়িতে করে বিধানসভায় আসেন অভয়ার বাবা-মা। তাঁদের সঙ্গে ছিলেন আরেক আত্মীয়। বিরোধী দলনেতার ঘরে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলেন অভয়ার বাবা-মা। তাঁদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে কথা হয়। অন্য বিজেপি বিধায়কদেরও ঘরে ডেকে নেন শুভেন্দু অধিকারী। আগামী ১০ ডিসেম্বর রাজভবনের সামনে অভয়া ইস্যুতে ধর্না অবস্থান করবে বিজেপি। যদিও এই অবস্থানে থাকবেন না বলে জানিয়েছেন অভয়ার বাবা-মা। তবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট যদি ঢিলেঢেলা হয় তাহলে তাঁরা ফের বৃহত্তর আন্দোলনে নামার কথা জানিয়েছেন অভয়ার বাবা-মা। জানা গিয়েছে সজল ঘোষের সঙ্গে অভয়ার বাবা-মা যোগাযোগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছিলেন। এরপর সজল ঘোষ শুভেন্দু অধিকারীকে বিষয়টি জানালে তিনি মঙ্গলবার, ২৬ নভেম্বরে বিধানসভায় অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করার সময় দেন।
RG Kar case: Junior Doctors Parents meet WB opposition leader Suvendu Adhikari