আর জি কর মামলায় সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হয়নি, আমৃত্যু যাবজ্জীবনের সাজা দিয়েছে আদালত। এব্যাপারে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানান, তিনি এই রায় নিয়ে খুশি হতে পারছি না। কোথাও একটা অতৃপ্তি কাজ করছে। তিনি বলেন, যে সন্দেহ সবাই করছে, এই ছেলেটি একা এই ঘটনা ঘটায়নি আরও কেউ এর পিছনে আছে। অনেক দোষী হয়তো এখনও পর্যন্ত জানা যায়নি।