আর জি কর মামলায় শিয়ালদা আদালত দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে। এরপর সোমবার বিচারক অনির্বাণ দাসের এজলাসে সাজা ঘোষণা হয়। সেখানেই ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১)— এই তিনটি ধারার উপর ভিত্তি করে শেষমেশ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি খুশি নন। মঙ্গলবার ইংরেজবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এব্যাপারে ফের সরব হন তিনি।