Advertisement

RG Kar Protest News : RG কর-কাণ্ড,মহিলাদের স্লোগান'পুলিশ তুমি বিচার কর তোমার মেয়েও হচ্ছে বড়'

R.G KAR কাণ্ডের প্রতিবাদের আগুন জেলায় জেলায়। বামদেবের সিদ্ধপীঠ মা তারার মন্দির থেকে মশাল হাতে শহরের রাস্তায় নমলেন মহিলারা। কলকাতা ছাড়িয়ে রাজ্য ও দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদের আন্দোলন। আরজিকর কান্ডের আসল দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় পর্যায়ে মশাল মিছিল হয় এদিন। এদিন একদিকে বীরভূমের তারাপীঠে ও অন্যদিকে বীরভূমের রামপুরহাট শহরেও মিছিল। আর জি কর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে রাত্রে বৃষ্টিকে উপেক্ষা করে রামপুরহাট শহরের পাঁচ মাথা মোড় থেকে এক বিশাল মশাল মিছিল গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে।অন্যদিকে তারাপীঠ এর সাগর মোড় থেকেও একটি মিছিল এর আয়োজন করা হয়। শহর ছাড়িয়ে গ্রামগঞ্জের মহিলারা এই মিছিলে যোগদান করেন।

RG Kar Demonstration In East Burdwan

Advertisement