Advertisement

RG Kar Woman Doctor Death Case: মেদিনীপুর মেডিক্যাল কলেজে এমার্জেন্সি পরিষেবাও বন্ধ, চূড়ান্ত বিশৃঙ্খলা

আর জি কর মেডিকেল কলেজে ঘটনায় রাজ্য জুড়ে ওপিডি ও বিকল্প পরিষেবা বলে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা বন্ধ করল জুনিয়ার ডাক্তাররা। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, ‘অনেক হয়েছে আশ্বাস। ইটস হাই টাইম ফর একশন। অন্যান্য পরিষেবার সঙ্গে ইমার্জেন্সি পরিষেবা থেকেও আমরা সরে দাঁড়াচ্ছি। তবে এমার্জেন্সি খোলা থাকবে। প্রশাসন চাইলে সিনিয়ার ডাক্তার দিয়ে পরিষেবা দেবে।’ তারপর থেকে আজও পর্যন্ত অব্যাহত একই পরিস্থিতি।

Emergenvy Facility Of Medinipur Medical College and Hospital Stopped Dur To Junior Doctors Strike

Advertisement
POST A COMMENT