সাতসকালে মন্দিরে দরজা খুলতেই থ পুরোহিত। মন্দিরের ভিতরে ঢুকতেই দেখেন শীতলা মায়েরা গায়ে সমস্ত গয়না উধাও। কোথাও কিছু পড়ে নেই। CCTV থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো? তাহলে কী চোরেরা এসে মন্দির লুঠ করে পালিয়েছে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। চুরি যাওয়া গহনার খোঁজে নেমেছে পুলিশ।