Advertisement

Asansol Landslide : আসানসোলে গৃহস্থ বাড়িতে হঠাৎ নামল ধস, ঘরের ভেতরে লোকের কী অবস্থা দেখুন!

রানিগঞ্জের পর এবার কুলটির সাঁকতোড়িয়া। গৃহস্থ বাড়ির বারান্দায় নামলো ধস।আসানসোলের কুলটির রক্তা উত্তর পাড়ায় নামলো বিরাট ধস। আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ড তথা কুলটির সাকতোড়িয়ার রক্তা উত্তর পাড়ায় এই ঘটনা। স্থানীয় অসীম গোপ পরিবারের বাড়ির বাগানে বিশাল ধস নামে। ধসের জেরে বাড়ির বাউন্ডারি ওয়াল মাটির নিচে তলিয়ে যায়। বাগানের মধ্যে শৌচালয়টিও ঝুলে রয়েছে। ধস ক্রমশ এগোচ্ছে ওই পরিবারের বাড়ির দিকে।

Row over Landslide in a village of Asansol

Advertisement