scorecardresearch
 
Advertisement

Royal Bengal Tiger: খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল, ধরা পড়ল গোসাবার বাঘ

Royal Bengal Tiger: খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল, ধরা পড়ল গোসাবার বাঘ

অবশেষে ধরা পড়ল সুন্দরবনের গোসাবার মথুরাখণ্ড গ্রামে ঢুকে পড়া বাঘ। সোমবার গভীর রাতে পিরখালি জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি নদী সাঁতরে বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে ঢুকেছিল বাঘটি। গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গলে সে সময় বাঘ লুকিয়ে ছিল বলে সিদ্ধান্তে উপনীত হন বনকর্মীরা। এরপর সেই ম্যানগ্রোভ জঙ্গল টিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। দিনভর বাজি পটকা ফাটানো হয় বাঘকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাঘ জঙ্গলে ফিরে না যাওয়ায় দুটি খাঁচা পাতার সিদ্ধান্ত নেওয়া হয় বাঘ ধরার জন্য। অবশেষে বুধবার ভোর ৪.৫৫ মিনিট নাগাদ খাঁচাবন্দি হয় রয়েল বেঙ্গল টাইগার।

Royal Bengal Tiger of sundarban captured in the mangrove forest at gosaba

Advertisement