Advertisement

Mohan Bhagwat: 'তারা নিজেদের আলাদা দেশ গড়ে নিয়েছে', বর্ধমানে ভারতের মাহাত্ম্য বোঝালেন মোহন ভাগবত

পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় সয়ং সেবক সঙ্ঘের সভা ছিল। উপস্থিত ছিলেন RSS প্রধান মোহন ভাগবত। শুরুতেই ভগবত বোঝালেন ‘ভারত’ ভূখণ্ডের মাহাত্ম্য! তিনি বলেন,সঙ্ঘ কী করতে চায়? এই প্রশ্নের উত্তর যদি এক বাক্যে দিতে হয়, তাহলে সঙ্ঘ সমগ্র হিন্দু সমাজকে একত্রিত করতে চায়। কেন হিন্দু সমাজকে একত্রিত করবে? কারণ এই দেশের জন্য দায়ী সমাজ হল হিন্দু সমাজ...ভারতের একটি প্রকৃতি আছে, এবং যারা ভেবেছিল থাকতে পারবে না তারা আলাদা দেশকে গড়ে নিয়েছে।

TAGS:
    Advertisement
    POST A COMMENT