Advertisement

Road Accident : সালানপুরে লরির ধাক্কায় মৃত এক ব্যক্তি, চালক খালাসি পুলিশের কব্জায়

পথ দুর্ঘটনায় মৃত্যু হল আদিবাসী এক ব্যাক্তির। জেমারীর পেট্রোল পাম্পের ঠিক সামনে ১২ চাকা লরি পিষে দিল এক মোটর সাইকেল আরোহীকে। ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৬টা নাগাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটর সাইকেল চালকের। স্থানীয় বাসিন্দারা লরিটিকে ধরে ফেলে। লরির চালক ও খালাসিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের দাবি জানিয়ে রামাডি মোড়ের কাছে পথ অবরোধ করেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

Salanpur Road Accident

Advertisement