হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল। বিষয়টিতে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, 'সাসপেন্ড করতে এতদিন সময় লাগল। যখন বলছিল যে হিন্দুরা ৩০ শতাংশ এবং আমরা ৭০ শতাংশ। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন, প্রত্যেক মুসলিমের উচিত আর একজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা। আর খোলাখুলি দাওয়াত ই ইসলামের কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী ইদল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন, হিন্দু ধর্ম গান্দা ধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল। এগুলো পুরো নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজত্ব কায়েম করতে চাইছে। সেটা কোনওদিনও হবে না। মনে রাখবেন আদিনা মসজিদ, আদিনাথ মন্দির ভেঙে তৈরি হয়েছে।'