'বন্দে ভারত ট্রেনে নিরামিষ খাবার দেওয়ার তীব্র বিরোধিতা করছি। বাঙালির সংস্কৃতির উপর আগ্রাসন বিজেপির'। বললেন কুণাল ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন,'এই দাবি ঠিক। বাংলা থেকে ট্রেন যাবে মাছ থাকবে না, তা হতে পারে না'।