Advertisement

Nusrat Jahan: সন্দেশখালিতে রেশন নিলে মেয়েদের শুতে হয়, নুসরতকে চেনে না ভোটাররা

আতঙ্কের আরেক নাম সন্দেশখালি। লালসার নরক সন্দেশখালি। জানেন কি এমন হয়েছিল সন্দেশখালিতে। দিনের পর দিন কি কারণে পার্টি অফিসে ডেকে পাঠানো হত মহিলাদের। আজতক বাংলাকে দেখে বেরিয়ে এল গোটা গ্রামের আসহায় ছবিটা। মেয়েদের কান্না। বললেন তাদের সঙ্গে হওয়া অত্যাচারের কথা। মিটিং মিছিলে যাওযার জন্য চাপ দেওয়া হত না গেলে তুলে নিয়ে যাওয়া হত। পুলিশের কাছ থেকে মিলত না কোনো সাহায্য। রান্না করতে করতেও যেতে হত। না গেলে হেনস্তা করা হত বাড়িতে গাড়ি পাঠিয়ে তুলে নিয়ে যওয়া হত।

Sandeshkhali People on TMC MP Nusrat Jahan

Advertisement