Advertisement

Sandeshkhali Violence-DGP Rajeev Kumar: 'এখনই নিয়ে চলে যাব, পরিষ্কার বলে দিলাম...' সন্দেশখালিতে ধমক রাজীব কুমার, সুপ্রতিম সরকারের, দেখুন

সন্দেশখালিতে আজ অর্থাত্‍ শুক্রবার নতুন করে উত্তেজনা। বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাছারিবাড়ি এলাকার অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি ভাঙচুর করল উত্তেজিত গ্রামবাসী। শুধু তাই নয়, অজিত মাইতিকে এদিন এলাকার মহিলারা জুতোপেটাও করেন বলে জানা গিয়েছে। ঘটনার পরেই সন্দেশখালি বেরমজুর এক ও দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি জানালেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। গ্রামবাসীদের রীতিমতো হুঁশিয়ারি দিতেও দেখা গেল এডিজি সুপ্রতিম সরকার ও ডিজি রাজীব কুমারকে।

Advertisement
POST A COMMENT