Advertisement

CV Ananda Bose: সন্দেশখালির মহিলাদের কথা শুনলেন রাজ্যপাল, দেন কড়া ব্যবস্থার আশ্বাস

উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি। সোমবার সন্দেশখালিতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মহিলাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। ক'য়েকশ মহিলা প্লাকার্ড হাতে নিয়ে অপেক্ষা করছিলেন রাজ্যাপালের। রাজ্যপাল সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে অভিযোগ শোনান মহিলারা। জানান হয়, মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে সেখানে। শেখ শাহজাহান ও তাঁর দলবলের ভয়ে তাঁরা সিঁটিয়ে থাকেন। পুলিশ কোনও অভিযোগ নেয় না। এরপর পুলিশ এই এলাকা ছেড়ে চলে গেলে তাঁদের ওপর নির্যাতন নেমে আসবে বলে আশঙ্কা সন্দেশখালির মহিলাদের। সব শুনে রাজ্যপাল সিভি আনন্দ বোস মহিলাদের আশ্বস্ত করেন। বলেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা উচিত, তিনি করবেন।

Advertisement
POST A COMMENT