"রাজ্যে মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে এই ধরনের একটা ঘটনা খুব লজ্জার। পুলিশকে বলবো এই ব্যাপারে নজর দিতে।" হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় এমনটাই মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার দক্ষিণেশ্বর থানার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সৌগত রায় বলেন, "একটা কথা সবাইকে চিন্তিত করছে, এটা সংবাদমাধ্যমের জন্য কিনা জানি না। রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা একদম বরদাস্ত করা হবে না। কঠোরতম ব্যবস্থা নিতে হবে। রাজ্যে মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে এই ধরণের একটা ঘটনা খুবই লজ্জার। পুলিশকে বলবো এই ব্যাপারে নজর দিতে।"
saugata roy tmc leader has said In a state where the Chief Minister is a woman, such an incident is a shame