Advertisement

Bengal Weather Update: আবহাওয়ার ভালো খবর! নিম্নচাপ সরছে কিন্তু বাংলার কপালে দুর্যোগের ফাঁড়া কাটল?

পূর্বাভাস ছিলই, সেই মতোই বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝিরিঝিরি বৃষ্টিও দেখা গিয়েছে। আলিপুর আবহাওযা দফতর জানাচ্ছে, নিম্নচাপ ঝাড়খণ্ডে সরেছে, তাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।

Scattered rain expected in south Bengal as low pressure moves to Jharkhand

Advertisement