Advertisement

Aditya L1 Launch LIVE Updates: সূর্যের কাছে পৌঁছতেও ইসরোর ভরসা সেই বাংলার বিজ্ঞানী বরুণ

চন্দ্রযান-3 এর সাফল্যে পর এবার সৌরমিশনে ব্রতী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO- বিজ্ঞানীরা। শনিবার, 2 সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল 11 টা 50 মিনিটে শ্রীহরিকোটা থেকে রকেটে করে উৎক্ষেপণ করা হবে ভারতীয় সৌরযান আদিত্য-এল ১ কে। সূর্যের কাছাকাছি ল্যাগরেঞ্জ 1 পয়েন্টে পৌঁছে দেওয়া হবে আদিত্য -এল 1 কে। এরপরই সূর্যের বিভিন্ন স্তর ও সূর্যের ফলে পৃথিবীর আবহাওয়ার উপর ঠিক কী প্রভাব পড়ে তাও জানা সম্ভব হবে। আর ইসরোর এই সৌরমিশনে অবদান রয়েছে নদিয়ার যুবক বরুণ বিশ্বাসের। বর্তমানে ইসরোতে সৌরমিশনের ট্র্যাকিং সম্বন্ধীয় কাজে যুক্ত রয়েছেন বরুণ।

Aditya L1 Launch LIVE Updates

Advertisement