কর্ম ব্যস্ত দিনে রেল অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনে। যার ছষজেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীসহ অফিসযাত্রীরা। বুধবার সকালে দক্ষিণ বারাসাত স্টেশনে নতুন প্যাসেঞ্জার ট্রেনে মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে প্লাকার্ড হাতে রেল অবরোধের সামিল হলেন কয়েকশো নিত্য যাত্রী। তাদের অভিযোগ, ঐ এলাকার মানুষদের একমাত্র যাতায়াতের ভরসা ট্রেন। সেক্ষেত্রে প্রতিটি কামরায় চরম ভিড় ছেলে যাতায়াত করতে হয় তাদের। তার ওপর মহিলা বগি বাড়িয়ে দেওয়ায় যাতায়াত নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। তাই পুরুষদের সঙ্গে অন্যায় করা হচ্ছে এই দাবি তুলে এদিন বিক্ষোভের সামিল হন তারা।