টাইগার হিল ও ঘুমে শীতের মরসুমে দ্বিতীয়বার তুষারপাত হচ্ছে। কিন্তু পাহাড়ের মন খারাপ। কারন এই তুষারপাত উপভোগ করার জন্য কোনো পর্যটক নেই পাহাড়ে। প্রথম তুষারপাত হয়েছিল ২৯ ডিসেম্বর ২০২১। সেইসময় ঘুমে প্রায় ২ ইঞ্চি এবং টাইগার হিলে প্রায় ৪ ইঞ্চি বরফ পড়েছিল। ৩রা জানুয়ারি থেকে দার্জিলিংয়ে কোনো পর্যটক নেই। শিলিগুড়ি থেকেও কোনো পর্যটক আসতে পারেনি। কোভিডের কারনে সমস্ত পর্যটন স্থান বন্ধ রয়েছে। ফলে পর্যটনকে কেন্দ্র করে যাদের জীবিকা তারা হতাশ।
Season Second Snowfall in Tiger Hill and Ghum