Advertisement

Weather News Today: আবহাওয়ার অশনি সংকেত! ধেয়ে আসছে 40কিমি ঝড় ও দানব বৃষ্টি, কোন জেলায় বিপদ?

মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, চন্ডীগড়, দেরাদুন, খেড়ি, বাল্মিক নগর থেকে উত্তর-পূর্ব দিকে এগিয়ে হিমালয়ের পাদদেশ এলাকা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্য বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় রয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন। উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশ এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। হিমাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তরাখন্ড এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

Seasonal trough positioned near the Himalayan foothills

Advertisement