Advertisement

Susunia Hill: শুশুনিয়া পাহাড়ে বোমার পর বোমা ছুড়ছে খোদ বনদফতর ! কেন ?

ফের শুশুনিয়া পাহাড়ে পড়ল সিড বোমা। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়, রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড়। প্রচুর পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ের টানে। তবে পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে। তাই পাহাড়ের ন্যাড়া অংশে বুধবার সাত সকালেই সিড বোম অর্থাৎ বীজ বোমা ফেলল বনদফতর। গত বছর ঠিক এরকম সময়ে পাহাড়ের রুক্ষ ও ন্যাড়া অংশে সিড বোমা ফেলে বনদফতর, আর তাতেই অভাবনীয় সাফল্য আসে। এ বছর ১০০০ পিস বোমা পাহাড়ের বিস্তীর্ণ নেড়া অংশে ছড়িয়ে দেওয়া হল বলে জানান ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস।

Advertisement
POST A COMMENT