Advertisement

Howrah Train Cancel News: হাওড়ায় পরপর ট্রেন বাতিল, যাত্রীদের রাত কাটছে স্টেশনে, কী হয়েছে?

সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট। যার জেরে হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। চরম ভোগান্তিতে যাত্রীরা। হাওড়া স্টেশনে একাধিক ট্রেন বাতিল ও সময় বদলের কারণে এই গরমের মধ্যে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে কয়েক হাজার যাত্রী। তাদের দাবি, কেউ কেউ সোমবার রাত থেকে হাওড়া স্টেশনে রয়েছেন। কেউ কেউ গরমের মধ্যে সকাল থেকে আটকে রয়েছেন। কখন ট্রেন আসবে-কখন ট্রেন ছাড়বে কেউই জানেন না। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে এই ভোগান্তি।

Advertisement
POST A COMMENT