গরম পড়তেই পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে জলঙ্গি বিধানসভার সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মাপাড়ের সূর্যনগর ও উদয়নগর কলোনি এলাকায়। এলাকার নলকূপের জলে আর্সেনিকের মাত্রা অতিরিক্ত থাকায় তা পানের অযোগ্য। তাছাড়া গ্রীষ্মকাল শুরু থেকেই দুই এলাকার টিউবওয়েলগুলিও একপ্রকার অকেজো হয়ে পড়েছে। আধঘন্টা ধরে চেষ্টা করেও এক বালতি জল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় পদ্মার চরে গর্ত খুঁড়ে জল সংগ্রহ করছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
Severe water crisis in Jalangi, Murshidabad