Advertisement

Breaking: দেখুন, উত্তেজিত BJP মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়াদের দিকেই তেড়ে গেলেন

বৃহস্পতিবার, 28 ডিসেম্বর বিকেলে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ট্যাংরা কলোনিতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে গ্যারান্টি দেন 2024 সালের লোকসভা নির্বাচনের আগে CAA হবেই। অনুষ্ঠানের পরে কয়েকজন মতুয়া ভক্ত ও মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার এই বক্তব্যের প্রতিবাদ করে এবং মন্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। উত্তেজিত হয়ে পড়ে ফাল্গুন মালাকারের দিকে তেড়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।

Shantanu Thakur Reaction gone Viral

Advertisement