নয়া সংসদ ভবনে সাড়ে ৯ হাজার কেজি ব্রোঞ্জের অশোক স্তম্ভে সিংহের মুখের আদল বদলের ঘটনায় দেশজুড়ে চর্চা চলছে। এই বিবাদ-বিতর্কের মধ্যেই মূল অশোক স্তম্ভ প্রতীকে যিনি ডিজাইন করেছিলেন, সেই দীনানাথ ভার্গবের পরিবার জানালেন, অশোক স্তম্ভ ডিজাইনের আগে টানা ৩ মাস দীনানাথ কলকাতায় আলিপুর চিড়িয়াখানায় যেতেন নিয়মিত, সিংহের মুখের গঠন দেখতে।
Unknown History about India's National Emblem Ashok Stambh