Advertisement

Shatrughan Sinha: আসানসোলে কর্মিসভায় শত্রুঘ্ন সিনহা, বাংলা বলে মন জয় করলেন কর্মীদের

ভোট প্রচারে নেমে আসানসোলে কর্মিসভা করলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বার্নপুরে সম্প্রীতি ভবনে এদিন হিন্দী বাংলা মিশিয়ে বক্তব্য রেখে মানুষের মন জয় করে নেন শত্রুঘ্ন সিনহা। মঞ্চে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ বার্নপুর শিল্পাঞ্চলের নেতৃত্বরা। এদিন এফডিআই নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি এফডিআই, বিলগ্নিকরণ ও বিভিন্ন সরকারি নীতির বিরুদ্ধে কেন্দ্রের সমালোচনা করেন। তিনি দাবি করেন, বিকল্প শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করবেন।

shatrughan sinha vote campaigning at Asansol

Advertisement