Advertisement

Hooghly Pandua Bomb Blast: খেলতে গিয়ে ফাটল বোমা, পাণ্ডুয়ায় মৃত্যু ১ কিশোরের, জখম ২

হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত ৭ বছরের এক কিশোর। আহত ২ শিশু হাসপাতালে চিকিৎসাধীন। ভোটের মুখে কারা বোমা রেখে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা যায়, হুগলির পান্ডুয়া থানা এলাকার তিন্না গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি পল্লীতে খেলার সময় একটি টিনের কৌটোয় রাখা বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে ৭ বছরে এক শিশু প্রাণ হারায়। গুরুতর জখম হয় ২ জন। মৃত শিশুর নাম রাজ বিশ্বাস বলে জানা গেছে। বর্ধমানে তার বাড়ি। পাণ্ডুয়ার মামাবাড়িতে এসেছিল সে। এদিন সকালে পাড়ার কয়েকজন ছেলের সঙ্গে খেলছিল ওই কিশোর। সেই সময়ই ঘটে এই বিস্ফোরণ।

Advertisement
POST A COMMENT