প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয়। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতবর্ষের যানবাহন থেকে ছোটখাটো অন্যান্য বিভিন্ন জিনিস বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোন লড়াই নেই। এটা কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা আমি বলতে পারব না। মমতার মুসলিম মন্ত্রীর বাংলাদেশ নিয়ে দরদ উতলে উঠছে। তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ নাকি ভারত বিদ্বেষী নয়। আর এতদিন ধরে যে রোজ দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইউনূস প্রশাসনের কর্তা থেকে শুরু করে সেদেশের জামাত নেতারা ভারতের বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে সেটা তাহলে কী। সেইসব কী মন্ত্রী মশাইয়ের একবারও চোখে পড়েনি। তাঁর বক্তব্য শুনে মনে হচ্ছে বাংলাদেশের প্রতি অগাধ প্রেম রয়েছে মন্ত্রীর। তা না হলে তিনি আর যাই বলুক এই কথা কখনই মুখে আনতেন না। যে জামাত নেতারা আমাদের প্রধানমন্ত্রী তো কখনও আবার বাংলার মুখোমন্ত্রীকে হুমকি দিচ্ছে, সেইসব কী কিছুই দেখতে পান না মন্ত্রীমশাই।
Siddiqullah Chowdhury defends Bangladeshis