পশ্চিমবঙ্গে যে বর্ডার রোড রয়েছে সেই রোড পাকা ঢালাই দিয়ে তৈরি। জায়গায় জায়গায় বিএসএফের ক্যাম্প রয়েছে। তারপর মোবাইল ভ্যান বিএসএফের রয়েছে। তারপর আবার ওয়াচ টাওয়ার রয়েছে। এরপরও 200 কদম পরপর বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিএসএফের জাওয়ানরা। এতকিছু সত্বেও কীভাবে ফাক ফোঁকর দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে তা আমি বুঝতে পারছি না। মমতার মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লা কী বলছেনটাই না একবার ভাবুন। বলছেন যে বর্ডারে এত নিরাপত্তা থাকার পরও কী করে অনুপ্রবেশকারীরা ঢুকছে। তবে এই ঘটনা যে প্রথমবার হচ্ছে এমনটা তো নয়। দশকের পর দশক ধরে কাঁটাতারের বেড়া টপকে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে এদেশে অনুপ্রবেশকারীরাও ঢুকে পড়ছে। যা সত্যিই আগামীদিনে গলার কাঁটা হয়ে উঠতে চলেছে। তবে মমতার মন্ত্রীর এই সরল মন দেখে সমালোচনায় ভরিয়ে দিয়েছে বিরোধীরা।
Siddiqullah Chowdhury questions border security