এবার দুই রাজ্যের মধ্যে গাড়ি চলাচলে নয়া মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ায় কেটে বাংলা ও সিকিমের পরিবহণ জট। আজ শিলিগুড়িতে এই মৌ চুক্তি সাক্ষরিত হল। যার ফলে উত্তরের পর্যটনের মানচিত্রে নতুন মাত্রা যোগ হল। এতে বাড়তি সুবিধে পাবেন পর্যটকেরা। এখন থেকে বাংলার যে কোনও গাড়ি পর্যটকদের নিয়ে সরাসরি সিকিমের যে কোনও পর্যটনকেন্দ্রে পৌঁছতে পারবে। তেমনই সিকিমের নম্বর প্লেটের গাড়িও বাংলার যে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারবে। তবে স্থানীয় সাইট সিনের জন্য পর্যটকদের স্থানীয় গাড়ি নিতে হবে।
Sikkim West Bengal reciprocal agreement done for tourist vehicle can enter anywhere up to hotel