Advertisement

Singur: 'সিঙ্গুর আন্দোলন লোকাল আবেগ', বছরের প্রথমদিনে বিক্ষোভ মন্ত্রী বেচারামের

বছরের প্রথমদিনে সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মন্ত্রী বেচারাম মান্না। তাঁর অভিযোগ পূর্ব রেল 'সিঙ্গুর আন্দোলন লোকাল' তুলে দেবার চক্রান্ত করছে। এর প্রতিবাদে সিঙ্গুর স্টেশনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। এই কর্মসূচিতে ছিলেন বেচারাম মান্না ছাড়াও হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্নাসহ অন্যান্য তৃণমূলকর্মীরা। তাঁদের দাবি, হাওড়া থেকে সিঙ্গুরগামী সিঙ্গুর আন্দোলন লোকাল ট্রেনটির যাত্রাপথ কোনও মতেই সম্প্রসারণ করা যাবে না। আর সেই দাবি নিয়েই এই বিক্ষোভ। অবরোধ হওয়ার ফলে রেল সিঙ্গুর স্টেশন থেকেই ফের হাওড়া গামী করে দেওয়া হয়। মন্ত্রী বেচারাম মান্না জানান, ফের যদি পূর্ব রেল কর্তৃপক্ষ তাদের দাবি না মানে, তাহলে ফের আন্দোলনের পথে যাবে তারা।

Advertisement
POST A COMMENT