Advertisement

SIR: 'যুবরাজের চ্য়ালারা অনেক বেশি বলছে, SIR হচ্ছে,দাঁড়িয়ে দেখতে হবে', Dilip Ghosh র নিশানায় Abhishek?

যুবরাজ বলছেন, তাই তাঁর চেলারা আরও বেশই করে বলছে। SIR হচ্ছে হবে। দাঁড়িয়ে দেখতে হবে। গণ্ডগোল করলে তার ফল ভোগ করতে হবে। নাম না করে যুবরাজ বলে আক্রমণ সানালেন দিলীপ ঘোষ। বললেন যুবরাজের চ্য়ালারা অনেক বেশি বলছে,SIR হবেই। SIR-কে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উতপ্ত হচ্ছে। মঙ্গলবার SIR ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর-এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন একটা একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক ইলেকশন কমিশনারের অফিস ঘেরাও করবে। যা নিয়ে শোরগোল পড়ে যায়। তারপর থেকেই দলের সমস্ত নেতারা একই সুরে মন্তব্য করে যাচ্ছেন। কখনও নির্বাচন কমিশনারকে তো কখনও BLO-দের হুমকি দিয়ে যাচ্ছেন।

SIR declaration heats up west bengal politics

Advertisement