Advertisement

Purba Bardhaman: বাংলাদেশি মুসলিম তাড়াতে গিয়ে জীবিত গরিব মায়া দেবীই SIRএ মৃত! দায়ী কে?

নির্বাচন কমিশনের পক্ষ থেকে SIR-এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তার মধ্যে জীবিত মানুষকে মৃত করে দেওয়া হয়েছে, এছাড়াও স্থানান্তরিত ভাবে কিছু জায়গায় কয়েক জনের নাম বাদ গিয়েছে। আর তাতে ঝামেলা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। SIR-এর খসরা তালিকা আসতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। সম্প্রতি আর একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। তিনি জীবিত কিন্তু সরকারি খাতায় তিনি মৃত। এই ঘটনায় রাতের ঘুম ছুটেছে বর্ধমানের দিন আনা দিন খাওয়া পরিবারে মায়া দলুয়ের।

SIR draft list published by election commission shows errors of a voter

Advertisement