Advertisement

SIR in Bengal: মাইক্রো অবজার্ভাররা কাজ সঠিক না করলেই 'শাস্তি'! কোনও ভুল সহ্য করবে না 'অসন্তুষ্ট' কমিশন

রাজ্যে চলছে SIR-Hearing পর্ব জোরকদমে চলছে। মাইক্রো অবজার্ভারদের কাজ নিয়ে কড়া বার্তা কমিশনের। SIR-এর দায়িত্বে থাকা Micro Observerদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করল Election Commission । তাঁরা সাফ জানিয়েছে, গাফিলতি বরদাস্ত করা হবে না।

Sir hearing in the state proceeds with full force

Advertisement