রাজনীতিতে স্লোগান বেশ গুরুত্বপূর্ণ। স্লোগান দিয়ে দলীয় কর্মীদের চাঙ্গা করা যায়। স্লোগান দিয়ে বিরোধীদের কটাক্ষ করা যায়। ঠিক যেই রকম বাংলার রাজনীতির ক্ষেত্রে হচ্ছে। বাংলার রাজনীতিতে Jai Shri Ram Slogan নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে 18 জুলাই দুর্গাপুরে Narendra Modi যখন সভা করতে এলেন, সেখানে তাঁর গলায় শোনা গেল অন্য স্লোগান। সেখানে তাঁকে মা কালীর কথা বলতে শোনা গেছিল। আর সেই নিয়ে 21র মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি কাটক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, আগে জয় শ্রীরাম বলত, এখন বলছে জয় মা দুর্গা-জয় মা কালী বলছে। ছাব্বিশের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব।
Slogan politics in bengal and Dilip slams