ক্ষমতায় আসার পর একের পর এক সামাজিক প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা। বর্তমানে এরকম ৯৪টি সামাজিক প্রকল্প চালু রয়েছে। এরমধ্যে সবথেকে জনপ্রিয় সামাজিক প্রকল্পের নাম হল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। প্রথমে পাঁচশো টাকা দিয়ে এই প্রকল্প শুরু হলেও পরে ২০২৪-এর লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকার অঙ্কটা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। সাধারণ শ্রেণির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় এক হাজার টাকা করে পান। আর তফসিলি জাতি, উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পান ১২০০টাকা। জল্পনা তুঙ্গে উঠেছে ২০২৬-এর বিধানসভা ভোটের আগে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটা আরও বাড়তে পারে। সাধারণের জন্য এই টাকার অঙ্কটা হতে পারে দেড় হাজার টাকা। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতির মহিলারা এই প্রকল্পের আওতায় পাবেন ১৮০০ টাকা।
Social welfare schemes by chief minister Mamata Banerjee in West Bengal