scorecardresearch
 
Advertisement

VIDEO: গানের জন্মদিন! ৫০-পা দিল 'তু লাল পাহাড়ির দ্যাশে যা'

VIDEO: গানের জন্মদিন! ৫০-পা দিল 'তু লাল পাহাড়ির দ্যাশে যা'

সত্তরের দশকে শ্রীরামপুর (Sreerampur) স্টেশনে মহুয়া গাছকে দেখে মনে হয়েছিল এখানে গাছটি কেমন বেমানান। ওখানে বসেই কবিতা রচনা করলেন কবি ' তু লালপাহাড়ির দ্যাশে যা' (Tu Lal Paharir Dashe Ja)। যে গান দেশ-বিদেশে সমাদৃত হয়ে ৫০ (Golden jubilee) বর্ষে পদার্পন করল। তবে জাতীয় কবি অরুণকুমার চক্রবর্তী (ArunKumar Chakraborty) এই গানের জনপ্রিয়তার জন্য শ্রোতাবন্ধুদের বেশী কৃতিত্ব দিতে পছন্দ করেন। লাল মাটি মাখা ধামসা, মাদলের সুরে এই গান এখনও ঝঙ্কার তোলে কবির হৃদয়ে।

Advertisement