scorecardresearch
 

VIDEO: কঠিন বাধা পেড়িয়ে সৌরভ ভক্ত মানস এখন দাদাগিরি চ্যাম্পিয়ন

VIDEO: কঠিন বাধা পেড়িয়ে সৌরভ ভক্ত মানস এখন দাদাগিরি চ্যাম্পিয়ন

বাকুঁড়া, বিষ্ণুপুর থেকে প্রায় ১০কিমি দূরে এক গ্রাম রাধানগর। সেখান থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যান হয়ে ওঠা মানস চট্টোপাধ্যায়ের। ২২ গজে দাদাগিরির জন্য একাধিক ফ্যান রয়েছে মহারাজের। আর তারই মধ্যে অন্যতম বড় হলেন মানস। এবার মানস হলেন দাদাগিরি চ্যাম্পিয়ন। বিভিন্ন সময় সৌরভের বাড়ি থেকে শুরু করে ইডেন গার্ডন্সে দেখা গিয়েছে মানসকে। এবার মানস জি বাংলার দাদাগিরি চ্যাম্পিয়ন হয়েছেন। আর সেই সঙ্গে মানসের জীবনে এসেছে নতুন বসন্ত। মানস হয়ে উঠেছেন সৌরভের কাছের মানুষের মধ্যে একজন।

Sourav Ganguly Die-hard Fan Manas Chatterjee Dadagiri champion watch video asr suc