দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে চরকলতায় একাদশ শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা মণ্ডলের দেহ উদ্ধার ঘিরে রহস্য। ঘরের ভিতরে ছিল সায়ন্তিকার প্রেমিক কৃ্ষ দাস। পুলিশ সূত্রের খবর, সায়ন্তিকার সঙ্গে প্রতিবেশী কৃ্ষ দাসের প্রণয় সম্পর্ক ছিল। তবে কৃ্ষের আচরণ নিয়ে বিস্তর অভিযোগ প্রতিবেশী মহিলাদের। সে নাকি দেখিয়ে দেখিয়ে হস্তমৈথুন করত।