২০২৬-এর বিধানসভা ভোটের আগে বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR নিয়ে হয়রানির অভিযোগ তুলে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। SIR হওয়ায় বিজেপির আসন ২০২১-এর তুলনায় আরও কমে যাবে এমন ভবিষ্যদ্বাণী করেছেন তৃণমূল নেতারা।
Special intensive survey controversy before 2026 assembly polls