scorecardresearch
 

VIDEO: বাঁকুড়ার টেরাকোটা ও বালুচরি নিয়ে এবার বিশেষ ডাক টিকিট

VIDEO: বাঁকুড়ার টেরাকোটা ও বালুচরি নিয়ে এবার বিশেষ ডাক টিকিট

ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে এবার জায়গা করে নিল বাঁকুড়ার ঐতিহ্যবাহি টেরাকোটা শিল্প ও বালুচরি শাড়ি। স্বাধীনতার প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে সোমবার বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে 'ভার্চুয়াল ডাক টিকিট প্রদর্শণী'র মাধ্যমে এই বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

special postal stamps with terracotta and baluchori saree