'বাংলায় এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এসআইআর না করতে পারলে আমরা এ রাজ্যে নির্বাচন করতে দেব না'। দাবি করলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র। তার পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'এনকে সলিলের মতো ডায়লগ। একজন বৈধ ভোটারকে হেনস্থা করতে দেব না'।