Advertisement

Suvendu Adhikari: 'ওখানে দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ ৮ ফুট,' কেন বললেন শুভেন্দু?

নিজেদের সমস্যার কথা গোটা দেশকে জানাতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন চাকরিহারাদের একাংশ। যন্তরমন্তরে অবস্থানেও বসতে চলেছেন তাঁরা। শুভেন্দুর কথায়, 'তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে। মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে, যে কিনা মমতা বন্দ্যপাধ্যায়ের বন্দনা করছিল। ওসব ড্রামাবাজি জানা আছে। দিল্লি পুলিশ আছে। লাঠির সাইজ আট ফুট।' তিনি আরও বলেন, 'চাকরিহারাদের জন্য সমাধান মুখ্যমন্ত্রীর হাতেই আছে। সুপ্রিম কোর্টকে বলুন, হুজুর এই নিন যোগ্যদের তালিকা। তারপর শীর্ষ আদালত যা মনে করবে তাই করবে। আর অযোগ্যদের জন্য উনি জেলে যাক।'

Advertisement
POST A COMMENT