Advertisement

VIDEO: ভরা কোটালের জলোচ্ছ্বাসের আশঙ্কা, দঃ ২৪ পরগনায় সরানো হল ১৫ হাজার মানুষকে

আবার ও কাল জ্বলচ্ছাস হওয়ার সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা DM পি উলগানাথন জানালেন ভাঙা বাঁধ অনেক জায়গায় ঠিক করা হয়েছে। যেখানে যেখানে এখনো বাঁধ ঠিক হয়নি সেখান থেকে লোকজনদের সরানো হয়েছে। যেমন গোড়ামরা দ্বীপ, মৌসুমী, জি প্লট এসব জায়গা থেকে লোকেদের সরানো হয়েছে। এছাড়া ও মাইকিং চলছে সবজায়গায়। প্রায় ১৫০০০ হাজার মানুষকে সরানো হয়েছে। প্রয়োজনে আরো লোক সরানো হবে। মৎসজীবীদেরও সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Advertisement