Advertisement

Mother Language Day Controversy: 'বাংলায় বাড়ছে উর্দু-আরবি শব্দের প্রয়োগ', কী বলছেন তসলিমা নাসরিন-সহ বিশিষ্টরা

শিল্পী শুভাপ্রসন্নর বক্তব্য অনুযায়ী, উর্দু-আরবি ইত্যাদি যে বিদেশি শব্দগুলি আছে, সেগুলি বাংলা ভাষায় প্রাধান্য পাচ্ছে। ফলে বাংলা ভাষা তার স্বকীয়তা হারাচ্ছে। অনেকে এই খবর দেখিয়েছে। রাজনীতির সংযোগ-শুভাপ্রসন্নকে নিয়ে অতীতের বিতর্ক ইত্যাদি নানা বিষয় নিয়ে খবর হয়েছে। তবে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ অন্য একটি দিক। সেটি হল শুভাপ্রসন্ন যে অভিযোগ করছেন, আর্থাৎ বাংলা ভাষায় বিদেশি শব্দের বহুল ব্যবহৃত হচ্ছে তা কি সত্যি ? এর ফলে কি সত্যিই বাংলা ভাষার নিজস্বতা হারাচ্ছে? এই নিয়ে লেখিকা তসলিমা নাসরিন, শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়, গবেষক তাপস বন্দ্যোপাধ্যায়রা কী ভাবছেন?

Advertisement
POST A COMMENT