নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে 'বেইমান' বলে উল্লেখ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ প্রসঙ্গেই এদিন মুকুল রায়ের পুত্র অর্থাৎ তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবাকে যথেষ্ট সম্মান করে। এটা তার আর বাবার বিষয়। এ বিষয়ে আমি ঢুকবো না। পুত্র হিসেবে আমি বলছি, বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য।” পাশাপাশি তিনি আরও বলেন, “এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি। তাই এটা গায়ে শয়ে গেছে। রক্তমাংস দিয়ে তৈরি মানুষ তার লোভ-লালসা, ভালবাসা সবই থাকবে, সেই জায়গায় আমারও কিছু আছে পুত্র হিসেবে। তার কষ্টে আমি সত্যিই কষ্ট পাচ্ছি।”