উত্তরবঙ্গে অতিবৃষ্টি, হড়পা বানে যে ধ্বংসলীলা চলেছে, তার ক্ষত এখনও দগদগে। ফের উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নাগরাকাটায় মৃতদের পরিবারের একজন করে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। ত্রাণ বিলিও করলেন। পাশাপাশি, উত্তরবঙ্গে দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য ভুটানকেও দায়ী করলেন তিনি। ভুটান সরকারের কাছে ক্ষতিপূরণ চাইলেন।