Advertisement

Saumitra Khan : 'লম্পট' ও 'মদ্যপ'সৌমিত্র খাঁর মহিলাদের কীর্তি ফাঁস করলেন 'স্ত্রী সুজাতা'

হাজার জল্পনার অবসান ঘটিয়ে ফের 2024-এ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হতে চলেছেন সৌমিত্র খাঁ। তিনি 2019 সালে এই লোকসভা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আইনি জটিলতার জন্য গত 2019-এর লোকসভা নির্বাচনে প্রচারের জন্য এলাকায় প্রবেশ করতে পারেননি সৌমিত্র খাঁ। প্রচারের গুরু দায়িত্ব সামলেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল। পরবর্তীতে কোনও কারনে ফাটল ধরে তাঁদের দাম্পত্য জীবনে। তাঁদের দাম্পত্য জীবনে ফাটলই তাঁদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদেও তৈরি করে। আনুষ্ঠানিক ভাবে সুজাতা মন্ডল যোগদান করেন তৃণমূল কংগ্রেস শিবিরে।

Sujata Slams her Ex Husband Saumitra Khan

Advertisement