প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদন খারিজ করে 21 ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালতের এই নির্দেশ হাতে পাওয়ার পর মঙ্গলবার, ১৭ ডিসেম্বর রাত পৌনে দশটা নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআই-এর একটি দল। কালীঘাটের কাকুকে হেফাজতে পেতে মরিয়া সিবিআই। যদিও এখনও জেল হাসপাতালে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র। আদালত নির্দেশ দিয়েছে, কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে সুজয়কৃষ্ণ ভদ্রের। প্রসঙ্গত, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হল প্রেসিডেন্সি জেল থেকেই। এর আগে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন কালীঘাটের কাকু। গ্রেপ্তারির পর জামিনের আবেদন জানান কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী।
Sujay Krishna Bhadra arrested by CBI in recruitment scam